আজকের জোকস: অয়েল মেশিন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৫ মার্চ ২০২২

অয়েল মেশিন

স্টুডেন্ট পড়াচ্ছিল সোহান। স্টুডেন্টের ছোট ভাই এলো, হাতে ক্রিকেট ব্যাট। সোহান তাকে বললো—
সোহান: বাবু, তুমি বিপিএল দেখো?
ছোট ভাই: হ্যাঁ
সোহান: কাদের ভালো লাগে?
ছোট ভাই: নাইট রাইটার! (রাইডার্স)
সোহান:ওরা তো বিপিএলে খেলছে না।
ছোট ভাই: হু টোল ইউ? অয়েল মেশিন! (হু টোল্ড ইউ? অয়েল ইওর ওন মেশিন!)
স্টুডেন্ট: স্যার, আর কিছু বলিয়েন না। রেগে গেলে ব্যাট দিয় বাড়ি দেবে।

****
ভালো কাজের পুরস্কার
নতুন বছরের প্রথম দিন মালিক বলছেন চাকরকে বলছেন—
মালিক: গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে ১০ হাজার টাকার চেক।
চাকর: সত্যি মালিক।
মালিক: হ্যাঁ, এ বছর এমন ভালো কাজ দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!

****

ব্যাপারটা কেমন দেখা যায় না
একদিন ক্লাসে শিক্ষক ছাত্রদের উদ্দেশ করে বললো—
শিক্ষক: যারা নিজেকে বোকা ভাব তারা উঠে দাঁড়াও।

কেউই উঠে দাঁড়ালো না। কিন্তু কিছুক্ষণ পর মুখে একটা শয়তানি হাসি নিয়ে উঠে দাড়াল ক্লাসের সবচেয়ে পাজি ছাত্র বল্টু—
শিক্ষক: ও, তাহলে তুই নিজেকে বোকা ভাবিস?
বল্টু: স্যার, ঠিক তা নয়। আসলে আপনি একাই শুধু দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কেমন দেখা যায় না?

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।