আজকের কৌতুক: রং নাম্বার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ এএম, ১৪ মার্চ ২০২২

রং নাম্বার
নিজ বাড়িতে ফোন করেছেন বাড়ির কর্তা। ওই পাশ থেকে ফোন তুলেছে চাকর—
চাকর: হ্যালো, কে বলছেন?
কর্তা: গর্দভ! নিজের কর্তাকেও চেন না?
চাকর: কর্তাবাবু, আপনি? আপনি কোথা থেকে বলছেন?
কর্তা: কেন, অফিস থেকে।
চাকর: আপনি অফিসে? তাহলে আপনার পড়ার ঘরে দরজা লাগিয়ে বসে আছেন কে?
কর্তা: কী বললি? নির্ঘাত চোর! শোন, বসার ঘরে আমার বন্দুকটা আছে না? বন্দুক হাতে নিয়ে সোজা দরজা ভেঙে পড়ার ঘরে ঢুকে পড়। আমি লাইনে আছি।
(কিছুক্ষণ পর)
চাকর: আমি দরজা ভেঙেছি, গুলিও করেছি। কিন্তু চোরটা জানালা দিয়ে লাফিয়ে বাগান দিয়ে পালিয়েছে।
কর্তা: কিন্তু আমার পড়ার ঘরের পাশে তো কোনো বাগান নেই!
চাকর: তাহলে আমার ভয় হচ্ছে, আপনি বোধ হয় রং নম্বরে ফোন করেছেন!

****

লাইফ ইনস্যুরেন্সের চেক
ইনস্যুরেন্স কোম্পানির এজেন্ট কথা বলছেন এক ভদ্রলোকের সঙ্গে—
এজেন্ট: স্যার, আমরা খুব প্রম্পট পেমেন্ট করি। আমাদের অফিস আঠার তলা বিন্ডিংয়ের চারতলায়। একবার বারতলা থেকে এক লোক পড়ে যাচ্ছিলেন। তিনি যখন চারতলায় আমাদের অফিসের জানালার সামনে এলেন, আমরা জানালা দিয়ে হাত বাড়িয়ে তার লাইফ ইনস্যুরেন্সের চেক মিটিয়ে দিয়েছিলাম।

****

জাল টাকার নোট
এক লোকের বাড়ি সার্চ করে পুলিশ জাল নোট ছাপার মেশিন পেয়ে গেল। তাকে গ্রেফতার করতে গেলে সে পুলিশকে বলল—
ভদ্রলোক: আমাকে গ্রেফতার করতে চান কেন? আমার কাছে তো একটাও জাল টাকার নোট পাননি।
পুলিশ: কিন্তু জাল নোট ছাপার যন্ত্রপাতি তো পেয়েছি।
ভদ্রলোক:তাহলে একটি মেয়েকে রেপ করার দায়েও আমাকে গ্রেফতার করুন।
পুলিশ: আপনি কি কোন মেয়েকে রেপ করেছেন?
ভদ্রলোক: না, কিন্তু রেপ করার যন্ত্র তো আমার কাছে আছে!

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।