আজকের কৌতুক: সস্তার তিন অবস্থা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২২

সস্তার তিন অবস্থা
এক লোক বিবাহ বিচ্ছেদ করতে উকিলের কাছে গেল। উকিল বললেন—
উকিল: মামলার জন্য দশ হাজার টাকা লাগবে।
লোক: বলেন কি? দশ হাজার টাকা!
উকিল: হ্যাঁ।
লোক: উকিল সাহেব আমার দশ হাজার টাকা থাকলে কি আর ডিভোর্স দিতে হয়?
উলিক: ভাই আপদ বিদায় করবেন, একটু তো খরচ করতেই হবে নাকি?
লোক: বিয়ের সময় পুরোহিত নিয়েছিল মাত্র একশ টাকা। এখন দেখছি সস্তার তিন অবস্থা!

****

স্বামীর বান্ধবী
স্ত্রী: বিয়ের আগে কি তোমার কোনো বান্ধবী ছিল?
স্বামী: না, তুমিই প্রথম।
স্ত্রী: কাল যে মেয়েটির সঙ্গে খুব হেসে কথা বলছিলে ওই মেয়েটি তাহলে কে ?
স্বামী: ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে বিয়ের পর।

****

ছুটির দিন উপভোগ করার উপায়
কর্মচারী: স্যার, পাঁচ দিনের ছুটি চাই।
বস: কেন? মাত্রই তো তুমি ১০ দিন ছুটি কাটিয়ে ফিরলে।
কর্মচারী: স্যার আমার বিয়ে।
বস: বিয়ে করবে ভালো কথা। তো এত দিন ছুটি কাটালে, তখন বিয়ে করনি কেন?
কর্মচারী: মাথা খারাপ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি?

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।