আজকের কৌতুক: ভালো কাজের পুরস্কার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২

ভালো কাজের পুরস্কার
নতুন বছরের প্রথম দিন মালিক বলছেন চাকরকে—
মালিক: গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে ১০ হাজার টাকার চেক।
চাকর: স্যার এত টাকা দিলেন আমাকে।
মালিক: হ্যাঁ, দিলাম নে। এটা তোর ভালো কাজের পুরস্কার।
চাকর: স্যার চেকে সাইনটা করেননি তো।
মালিক: এ বছর এমন ভালো কাজ দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!

****

সিরাজ ভাইয়ের চেয়ার
জাদুঘরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা চেয়ারে বসে পড়লেন মকবুল। জাদুঘরের কর্মী ছুটে এলো—
জাদুঘরের কর্মী: আরে, করছেন কী করছেন কী!
মকবুল: ক্লান্ত লাগছে তাই বসেছি একটি
জাদুঘরের কর্মী: আরে ভাই এটা নবাব সিরাজউদ্দৌলার চেয়ার!
মকবুল: ভাই, একটু বসি। সিরাজ ভাই আইলেই উইঠা যাব।

****

গোলপোস্ট
বাড়ির সামনে প্রতিবেশী বাচ্চাগুলোকে খেলতে দেখে রহমান সাহেব বললেন—
রহমান সাহেব: বাচ্চারা, খেলছ ভালো কথা। কিন্তু আমার গাড়িতে যেন বল না লাগে।
এক বাচ্চা: অবশ্যই আঙ্কেল, আপনার গাড়িটাই তো আমাদের গোলপোস্ট। আমরা গোল হতে দিলে তো!

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।