আজকের কৌতুক: লিগ্যাল ও লজিক্যালের পার্থক্য

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২

লিগ্যাল ও লজিক্যালের পার্থক্য
শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। ছাত্রদের বললেন—
শিক্ষক: বলতে পারো লিগাল আর লজিকাল কথাটির পার্থক্য।
ছাত্র: উঠে বললেন, স্যার আপনার বয়স ৬০ বছর।আপনার স্ত্রীর বয়স ২০। এটি লিগাল। কিন্তু লজিক্যাল নয়।
শিক্ষক: আর লজিক্যাল কী?
ছাত্র: স্যার আপনার স্ত্রী ২৫ বছরের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেলেন। এটি লজিক্যাল, কিন্তু লিগাল নয়।

শিক্ষক মহাশয় ক্লাশ ছেড়ে সেই যে নিরুদ্দেশ হলেন, এখনো সন্ধান মেলেনি।

****

টাকা বাঁচানোর উপায়
ছেলে: বাবা, তুমি কি কিছু টাকা বাঁচাতে চাও?
বাবা: নিশ্চই চাই।
ছেলে: তাহলে আমাকে একটা বাইক কিনে দাও।
বাবা: তাতে তো খরচ বাড়লো।
ছেলে: জুতার ক্ষয় কম হবে, আমাকে জুতা কিনে দেওয়ার টাকাটা তোমার বেঁচে যাবে।

****

একটা সুন্দর সকালের অপেক্ষা
ঘুম থেকে উঠে স্ত্রী বললেন—
স্ত্রী: আজকের সকালটা অনেক সুন্দর!
স্বামী: হ্যাঁ।
পরদিনও একই কথা স্ত্রীর—
স্ত্রী: চমৎকার একটা সকাল আজ! তার পরদিনও, কী সুন্দর সকাল!

এবার বিরক্ত হলে গেলেন স্বামী। স্ত্রীকে জিজ্ঞেস করলেন—
স্বামী: প্রতিদিন তোতাপাখির মতো এই বুলি আওড়ানোর অর্থ কী?
স্ত্রী: মনে নেই সেদিন বলেছিলে, একটা সুন্দর সকালে যেদিকে দুচোখ যায় চলে যাব!

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।