আজকের জোকস: দেশলাই কাঠি পরীক্ষা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ এএম, ২৭ জানুয়ারি ২০২২

দেশলাই কাঠি পরীক্ষা
নিহাল সাহেব তার ছেলের সঙ্গে কথা বলছে—
নিহাল সাহেব: গাধা কোথাকার। কেমন দেশলাই নিয়ে এসেছিস একটি কাঠিও জ্বলে না।
ছেলে: রেগে যাচ্ছ কেন? আমি তো সব কাঠি জ্বালিয়ে পরীক্ষা করেই নিয়ে এসেছি। তা না হলে তো আবার তুমিই রাগারাগি করতে।

****

যুক্তিবিদ্যার ছাত্রকে প্রশ্ন করলে যা হয়
কলেজে যুক্তিবিদ্যার ক্লাস চলছে। একপর্যায়ে শিক্ষক এক ছাত্রকে দাঁড় করালেন এবং বললেন—
শিক্ষক: আচ্ছা ধর, তুমি চেয়ারে বসেছো, চেয়ার মাটিতে স্পর্শ করে আছে অর্থাৎ তুমি মাটিতে বসেছো। এ রকম একটি উদাহরণ দাও তো?
ছাত্র: ধরুন স্যার, আপনি মুরগি খেয়েছেন আর মুরগি কেঁচো খেয়েছে। সুতরাং আপনি কেঁচো খেয়েছেন।

****

স্কুলে আসতে দেরি হওয়ার কারণ
শিক্ষক: তুমি স্কুলে দেরী করে এলেঅ্যা কেন?
বাবুল: সাইনের কারণে স্যার।
শিক্ষক: কিসের সাইন?
বাবুল: ওই যে লেখা ছিল, ‘সামনে স্কুল, আস্তে চলুন’।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।