আজকের কৌতুক: খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ এএম, ২৬ জানুয়ারি ২০২২

খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো
শিক্ষক: খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য ভালো। তোমরা প্রতিদিন খেলাধুলা করবা।
মন্টু: জ্বী স্যার! আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি।
শিক্ষক: শাব্বাস! গুড বয়… প্রতিদিন কয় ঘণ্টা করে খেল বল দেখি?
মন্টু: মোবাইলের চার্জ শেষ না হওয়া পর্যন্ত, স্যার

****

বিদ্যুৎ ছাড়া টিভি দেখার উপায়
নতুন টিভি কিনে আনলেন একজন। হঠাৎ তার মনে পড়ল একটি বিষয়। তাই টিভি স্টেশনে ফোন করেছেন সেই গ্রাহক—
গ্রাহক: আমি আপনার এইখান থিকা কাইল একটা টিভি কিনছি।
স্টেশন: কোনো সমস্যা? কীভাবে সাহায্য করতে পারি?
গ্রাহক: না কইছিলাম কি, বিদ্যুৎ না থাকলেও কি টিভি দেখা যাইব?
স্টেশন: কেন নয়! মোমবাতি জ্বালিয়ে দেখবেন।

****

ট্রেন মিস
ট্রেন ফেল করে স্টেশনে বসে আছে স্বামী-স্ত্রী। স্বামী স্ত্রীকে বললেন—
স্বামী: আসার সময় তুমি যদি সাজগোজে এত দেরি না করতে, তা হলে এ ট্রেনটা মিস করতে হত না।
স্ত্রী: তুমিও যদি এ ট্রেনটা ধরবার জন্য এত তাড়াহুড়া না করে আসতে, তা হলে পরের ট্রেনের জন্য এতক্ষণ বসে থাকতে হত না।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।