আজকের কৌতুক: তিনদিন অপেক্ষা করুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ এএম, ২৪ জানুয়ারি ২০২২

তিনদিন অপেক্ষা করুন
এক ভদ্রলোক সকালে ঘুম থেকে উঠে দেখলেন তার বারান্দায় একটা গ্রেনেড। সঙ্গে সঙ্গে থানায় ফোন করলেন—
ভদ্রলোক: স্যার, আমার বাড়ির বারান্দায় একটা গ্রেনেড দেখতে পাচ্ছি।
থানা: তিনদিন অপেক্ষা করুন।
ভদ্রলোক: কি বলছেন তিনদিন অপেক্ষা করব?
থানা: যদি কেউ নিতে না আসে তাহলে ওটা আপনি নিজের কাছে রেখে দিতে পারেন।

****

বাদাম সুরক্ষিত রাখার কৌশল
নাতি: দাদি, তুমি বাদাম খেতে পার?
দাদি: না, দাদু ভাই। কবে দাঁত পড়ে গেছে।
নাতি: তাহলে এই বাদামগুলো রাখ তো, আমি আপুর কাছে চেয়ে আরও কতগুলো নিয়ে আসি।

****

কুসংস্কার নিয়ে ভাবার সময় নেই
দুই চোর গেছে এক বাড়িতে চুরি করতে। এমন সময় পুলিশ এসে পড়েছে। চোর তার সহকারীকে বলছে—
চোর: পুলিশ আসছে! জানালা দিয়ে লাফিয়ে পড়।
সহকারী: কিন্তু ওস্তাদ, আমরা যে এখন তের তলায় আছি।
চোর: দুর গাধা! এখন কি কুসংস্কার নিয়ে মাথা ঘামানোর সময়?

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।