আজকের কৌতুক: ক্রেতা সন্তুষ্ট করার উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ এএম, ১৯ জানুয়ারি ২০২২

ক্রেতা সন্তুষ্ট করার উপায়
কেরামত আলী তার দোকানের কর্মচারীকে বলছে—

কেরামত আলী: আমি বাড়ি যাচ্ছি। কোনো খদ্দের ফেরাবি না। যা চাইছে তা দিবি।
কর্মচারী: যদি দোকানে না থাকে?
কেরামত আলী: তাহলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে ম্যানেজ করবি। বলবি আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেব।

কেরামত আলী যাওয়ার পরই এক ক্রেতা এলো—
ক্রেতা: ভাই টয়লেট পেপার আছে?
কর্মচারী: না ভাই। তবে শিরিষ কাগজ আছে। আজকের মত চালিয়ে নিন, কাল টয়লেট পেপার এনে দেব।

****

স্ত্রী রাগ হলে যে সুবিধা পাবেন
পল্টু: কিরে বল্টু মন খারাপ কেন?
বল্টু: বউ রাগ করে আমার লগে দুই সপ্তাহ ধরে কথা কয় না। এমন বউ রেখে কী লাভ? ভাবছি ছেড়েই দিমু।
পল্টু: বলিস কি? তোর তো ঈদ। এমন বউ ছেড়ে না দিয়ে আরও বেশি আগলে রাখ। আচ্ছা কী করলে বউ দুই সপ্তাহ চুপ থাকব সেই বুদ্ধিটা আমারে শিখায়ে দে।

****

ভাইয়া ডাকা যখন অপরাধ
এক তরুণী রাস্তায় এক যুবককে ‘ভাইয়া’ বলে ডাকলেন—
ছেলে: ভাইয়া বলে ডেকে আহত করলে কেন?
মেয়ে: তাহলে কী করবো ভাইয়া?
ছেলে: তার চেয়ে আঙ্কেল বলে ডেকে একবারে নিহত করে দিতেন।
মেয়ে: ঠিক আছে আঙ্কেল!

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।