আজকের কৌতুক: ঘরে চোর আসার উপকারিতা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ এএম, ১৫ জানুয়ারি ২০২২

ঘরে চোর আসার উপকারিতা
বল্টু: কাল রাতে ঘরে চোর এসেছিল।
পল্টু: বলিস কী!
বল্টু: ঘুম ভেঙে গেলে তাকে জিজ্ঞেস করলাম, সে কী করছে? বলল, টাকা-পয়সা খুঁজছে।
পল্টু: তুই চোরটাকে ধরে পুলিশে দিস নাই?
বল্টু: না।
পল্টু তবে?
বল্টু: আমিও তার সঙ্গে টাকা-পয়সা খুঁজতে শুরু করেদিলাম।

****

এলাকায় নতুন
দুই মাতাল বন্ধু রাতে মদ খেয়ে আকাশের দিকে তাকিয়ে আরেক জনকে বলছে—
১ম মাতাল: দেখ তো আকাশে চাঁদ নাকি সূর্য।
২য় মাতাল: ওটা সূর্য।
১ম মাতাল: নারে ওটা চাঁদ।

এ নিয়ে ওরা যখন তর্ক করছিল তখন আরেকজন তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তখন ১ম মাতাল বললো—
১ম মাতাল: ভাই বলেন তো আকাশে চাঁদ নাকি সূর্য?
লোক: ভাই আমি বলতে পারবো না, আমি এই এলাকায় নতুন এসেছি।

****

রোগী সঙ্গে ডাক্তারও যখন পাগল হয়
এক রোগী এসেছেন ডাক্তারের চেম্বারে। তিনি তার সমস্যা বলছেন—
রোগী: ডাক্তার আমি কম শুনি।
ডাক্তার: বলেন তো ছয়!
রোগী: নয়।
ডাক্তার: মরাহাবা! আপনিতো কানে বেশি শোনেন!

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।