আজকের কৌতুক: ক্লাসে ঘুমানোর ফল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১২ জানুয়ারি ২০২২

ক্লাসে ঘুমানোর ফল
শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। দেখলেন এক ছাত্র ক্লাসে ঘুমাচ্ছে। তিনি সেই ছাত্রকে বললেন—
শিক্ষক: কিরে, ক্লাসে আইসা খালি ঘুমাস? ফাঁকিবাজ কোথাকার!
ছাত্র: না স্যার! আমি ঘুমাইলাম কই!
শিক্ষক: ঘুমাস নাই! ঠিক আছে। বান্দরের ইংরেজি কি বল!
ছাত্র: মাঙ্কি, স্যার!
শিক্ষক: আমার সামনে নকলবাজি হচ্ছে? বই দেখে উত্তর দিচ্ছিস!
ছাত্র: না স্যার, আমি বই দেখি নাই। আমি তো আপনার মুখের দিকে তাকিয়ে ছিলাম।

****

নকল গাড়ি পাওয়া যায় না
দুই বন্ধু একদিন গল্প করছে। এসময় একজন আরেকজনকে বললো—
১ম বন্ধু: আচ্ছা দোস্ত, তোর বউ তো গাড়ি চেয়েছিল জন্মদিনে। কিন্তু দিলি ডায়মন্ড নেকলেস! কেন?
২য় বন্ধু: তাতে সমস্যা কী?
১ম বন্ধু: সমস্যা আর কী! মানে হীরার হারের চেয়ে গাড়ির দাম তো খুব একটা বেশি না। বরং এরচেয়ে কম খরচায় ভাবীকে একটা গাড়ি দিতে পারতি তুই।
২য় বন্ধু: আরে গর্দভ! নকল গাড়ি কোথাও পাওয়া যায়? বল!


****

মেয়ে দেখার সময়
ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে এক তরুণ। সেখান দিয়েই যাচ্ছিল ওই তরুণের এক বন্ধু। কথা হচ্ছে উভয়ের মধ্যে—
১ম জন: কী ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে কী করছিস?
২য় জন: মেয়েদের দেখছি!
১ম জন: মানে?
২য় জন: ওই দেখ, ডাক্তারের চেম্বারের দরজায় ঝুলানো আছে।
১ম জন: ‘মেয়েদের দেখার সময় বিকেল ৪টা থেকে ৬টা’। তাতে কী হয়েছে?
২য় জন: তাই তো দাঁড়িয়ে নির্দেশ পালন করছি।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।