আজকের কৌতুক: সূর্যের ওপর ক্লাস নেবেন শিক্ষক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬ এএম, ০১ জানুয়ারি ২০২২

সূর্যের ওপর ক্লাস নেবেন শিক্ষক
শিক্ষক: আগামীকাল সূর্যের ওপর তোমাদের পড়াবো। সবাই উপস্থিত থাকবে কিন্তু।
পল্টু: স্যার, আমি থাকতে পারবো না!
শিক্ষক: কেন?
পল্টু: স্যার, আপনি তো সূর্যের ওপর ক্লাস নিতে যাচ্ছেন। অত গরম জায়গায় তো সবাই পুড়ে মরবে।

****

মন্টুর বাবার বয়স কত?
ঝন্টু: তোর বাপের বয়স কত বছর রে, দোস্ত?
মন্টু: আমার যা বয়স তাই?
ঝন্টু: পাগল কয় কী! এইটা কীভাবে সম্ভব?
মন্টু: যেদিন আমার জন্ম হলো সেদিনই তো তিনি বাপ হলেন। আর আমিই বাপের প্রথম সন্তান, দোস্ত।

****

সাধু হওয়ার উপকারিতা
ঘরের ভেতর হাবলু ও তার স্ত্রী কথা বলছে—
স্ত্রী: অ্যাই শোনো, আমাদের তো কোনো ছেলেপুলে নেই। তাই ভাবছি আমার নামে যত সম্পত্তি আছে সবগুলো কোনো সাধু বাবাকে দান করে দেব।

কথাটা শুনেই হাবলু ঘর থেকে বের হয়ে এক ছুট। স্ত্রী খপ করে হাবলুর হাত ধরে বলল—
স্ত্রী: তুমি যাচ্ছ কোথায়? আমার চিন্তাটা সম্পর্কে কিছু একটা বলে যাও।
হাবলু: ভাবছি ঘরের সম্পত্তি ঘরেই রাখবো। তাই সাধু হতে যাচ্ছি।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।