আজকের জোকস: ভিক্ষুক সমিতির ফেসবুক স্ট্যাটাস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২১

একদিন এক ভিক্ষুক গেছে ভিক্ষা করতে-
ভিক্ষুক: আপা, ত্রিশটা টাকা দেন।
গৃহকর্ত্রী: টাকা কি গাছে ধরে?
ভিক্ষুক: কেন আপা, সমস্যা কী?
গৃহকর্ত্রী: আমার স্বামী এখন বাড়িতে নেই।
ভিক্ষুক: আপা, কালকে ফেসবুকে আমাদের ভিক্ষুক সমিতির পেজ থেইকা স্ট্যাটাস দিয়া জানাইছিলাম, ‘আইজ আমরা মিরপুরে ভিক্ষা করবো। আপনার স্বামী টাকা রাইখা যায় নাই কেন?’
গৃহকর্ত্রী: উনি মনে হয় স্ট্যাটাস খেয়াল করেননি।
ভিক্ষুক: ঠিক আছে, মোবাইল নম্বর রাইখা যাইতেছি, ভিক্ষাটা ফ্লেক্সি করে দিয়েন!

****

নিউটনের পরিচয় পর্ব
শিক্ষক: পল্টু, নিউটন সম্পর্কে কিছু জানো?
পল্টু: জানি স্যার!
শিক্ষক: বলো, কী জানো?
পল্টু: বিজ্ঞানীর নাম নিউটন। কাজ রহস্য উদঘাটন। বাড়ি ওয়াশিংটন। বাপের নাম কটন। ভাইয়ের নাম ছোটন। ছেলের নাম প্রোটন। প্রিয় হোটেল শেরাটন। প্রিয় খাবার মাটন। প্রিয় বন্ধুর নাম রতন। প্রিয় খেলার নাম ম্যারাথন। স্যার, আর কিছু?
শিক্ষক: আমার জন্য পানি আনো এক টন।

****

নায়িকার শপিং
নায়িকা: ওই হীরার দুল জোড়ার দাম কত?
ম্যানেজার: শুধু দশটি কিস দিলেই হবে।
নায়িকা: আচ্ছা। আর ওই স্বর্ণের সুতায় কাজ করা শাড়িটা?
ম্যানেজার: ওটার জন্য ৫টি।
নায়িকা: দু’টিই প্যাকেট করে দিন।

ম্যানেজার হন্তদন্ত হয়ে দুল আর শাড়ি প্যাকেট করে নায়িকার হাতে ধরিয়ে গলা বাড়িয়ে দাঁড়ালো। এবার নায়িকা তার সঙ্গে থাকা কাজের বুয়াকে বললেন—
নায়িকা: বিল চুকিয়ে দাও। খবরদার ১৫টার বেশি দিও না কিন্তু!

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।