আজকের জোকস: প্রেমিকের দুশ্চিন্তা বাড়ে যে কারণে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ এএম, ২৬ ডিসেম্বর ২০২১

প্রেমিকের দুশ্চিন্তা বাড়ে যে কারণে
১ম বন্ধু: আমি যে মেয়ের সঙ্গে প্রেম করি, ওর তো বিয়ের বয়স হয়ে গেছে।
২য় বন্ধু: সে জন্য এতো চিন্তা করছিস কেন?
১ম বন্ধু: আমি চিন্তা না করলে কে করবে?
২য় বন্ধু: কেন, মেয়ের বাবা আছে না?
১ম বন্ধু: তুই জানিস না, মেয়ের যখন বিয়ের বয়স হয়; তখন বাবার চেয়েও প্রেমিকের চিন্তা বেশি হয়।

****

পত্নী অর্থ কী?
রাতে খাওয়া-দাওয়ার পর টিভি দেখতে গিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া বেঁধে গেল—
স্ত্রী: তুমি একটা মূর্খ।
স্বামী: কেন?
স্ত্রী: তুমি সত্যি এমএ পাস?
স্বামী: হ্যাঁ।
স্ত্রী: তাহলে পত্নী শব্দের অর্থ জানো না কেন?
স্বামী: জানি না কে বলল?
স্ত্রী: জানলে বলো।
স্বামী: যে নিজের পতির পতনের কারণ হয়ে দাঁড়ায়, তাকেই তো পত্নী বলে।

****

মালিকের কথাই শেষ কথা
বৃষ্টির দিনে মালিক তার কাজের লোককে বলছেন-
মালিক: রবিন, বাগানে জল দিয়ে আয় যা।
কাজের লোক: স্যার, আজকে তো বৃষ্টি হচ্ছে।
মালিক: বৃষ্টি হলে সমস্যা কী? ছাতা নিয়ে যা!

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।