আজকের কৌতুক: নারী হচ্ছে শক্তির প্রতীক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২১

ঝন্টু তার ছোটবেলার বন্ধু মন্টুর সঙ্গে আলাপ করছিল। ঝন্টু বললো—
ঝন্টু: আচ্ছা বলতো, নারী যদি শক্তির প্রতীক হয়। তাহলে পুরুষ কীসের প্রতীক?
মন্টু: সহ্যশক্তি!
ঝন্টু: কীভাবে?
মন্টু: নারী যে শক্তি প্রয়োগ করে, পুরুষকে তা সহ্য করতে হয়।

****

ওরা একসঙ্গে পুকুরে কী করছিল?
শিক্ষক: যদি পুকুরে তোমার বন্ধু আর প্রেমিকা ডুবে যেতে থাকে, তাহলে তুমি কাকে বাঁচাবে?
ছাত্র: দু’জনকেই ডুবতে দিন।
স্যার: সে কী, কেন?
ছাত্র: আরে, ওরা একসঙ্গে পুকুরে কী করছিল?

****

চিকিৎসায় ‘প্লাস’ চিহ্ন ব্যবহার হয় যে কারণে
দীর্ঘদিনের পরিচিত এক রোগী তার ডাক্তারকে প্রশ্ন করলেন—
রোগী: আচ্ছা ডাক্তার, দুনিয়াতে এত সাইন থাকতে আপনারা ‘প্লাস’ কেন বেছে নিলেন?
ডাক্তার: দেখুন, রোগী মরুক আর বাঁচুক, ডাক্তার তো সব সময় ‘প্লাস’ই থাকে না কি?

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।