আজকের জোকস: সুন্দরী নারীর প্রতিবেশী যখন ছোটলোক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৩ ডিসেম্বর ২০২১

সুন্দরী নারীর প্রতিবেশী যখন ছোটলোক
থানায় ঢুকেই এক সুন্দরী ভদ্রমহিলা রাগে ফেটে পড়লেন—
ভদ্রমহিলা: ইন্সপেক্টর সাহেব, আমি আমার প্রতিবেশীর বিচার চাই। লোকটা একটা আস্ত বেয়াদব এবং ছোটলোক।
ইন্সপেক্টর: কেন? কী করেছে সে?
ভদ্রমহিলা: আমি যখনই তার বাড়িতে উঁকি দেই, দেখি সে-ও উঁকি দিয়ে আছে!

****

সর্বনাম পদের দুটি উদাহরণ
বাংলা ব্যাকরণ পড়ানোর সময় শিক্ষক অন্যমনস্ক এক ছেলেকে বললেন—
শিক্ষক: এই ছেলে, সর্বনাম পদের দুইটা উদাহরণ দাও তো।

ছেলেটি হকচকিয়ে দাঁড়িয়ে বলল—
ছাত্র: কে? আমি?
শিক্ষক: গুড, হয়েছে। বসো।

****

বৃদ্ধ হয়েছেন বুঝবেন যেভাবে
বৃদ্ধ দম্পতি গল্প করছেন। হঠাৎ বৃদ্ধ বৃদ্ধাকে বললেন—
বৃদ্ধ: আজ একটা আইসক্রিম নিয়ে এসো তো। আর কাগজে লিখে নিয়ে যাও। তোমার তো এখন ভুলে যাওয়ার অভ্যাস।
বৃদ্ধা: তোমার মতো এত তাড়াতাড়ি আমি ভুলি না।

এ কথা বলে বৃদ্ধা চলে গেলেন। দীর্ঘ দুই ঘণ্টা পর তিনি পাউরুটি হাতে নিয়ে ফিরলেন। তা দেখে বৃদ্ধ রেগে বললেন—
বৃদ্ধ: বারবার বললাম লিখে নিয়ে যাও। চাইলাম নুডলস আর এনছো পাউরুটি।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।