আজকের জোকস: বিয়ে আর সুইসাইডের মধ্যে পার্থক্য

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৯ ডিসেম্বর ২০২১

বিয়ে আর সুইসাইডের পার্থক্য
রহিম সাহেব অফিস থেকে ফিরে টিভি দেখছিলেন। এমন সময় তার স্ত্রী বললেন—
স্ত্রী: তোমার মনে আছে?
স্বামী: কি?
স্ত্রী: বিয়ের দিন আর বৌভাতের দিন আমি কি কি রঙের শাড়ি পড়েছিলাম?
স্বামী: রেল লাইনে কেউ সুইসাইড করতে গেলে সে কি দেখে যে সুবর্ণ এক্সপ্রেস আসছে না মহানগর প্রভাতী!

****

উলুবেড়িয়া এখন দুটো দেশ
বিকেলে মহল্লার একটি চায়ের দোকানে কথোপকথন হচ্ছে। চা ওয়ালা ছিলেন বিহারি। তিনি বললেন—
চা ওয়ালা: আরে, আউর এক টিম থা না, ওয়ার্ল্ড কাপ মে, উলুবেড়িয়া।
বাঙালি ভদ্রলোক: ওটা তো এখন আলাদা দুটো দেশ হয়ে গেছে। উরুগুয়ে আর বুলগেরিয়া।

****

তারা আর যাই হোক ক্ষুধার্ত নয়
স্ত্রী: আমার এক ব্যাগ পুরনো জামা কাপড় জমে আছে। দান করে দিতে হবে।
স্বামী: দান আবার কাকে করবে! ফেলে দাও না সব।
স্ত্রী: আরে না। কত ক্ষুধার্ত দুর্বল মানুষ আছে, তাদের কাজে আসতে পারে এসব।
স্বামী: প্রিয়তমা-যারা তোমার সাইজের জামা কাপড়ে ফিট করবে তারা আর যাই হোক, ক্ষুধার্ত আর দুর্বল হতে পারে না।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।