আজকের জোকস: ডাক্তার এমব্রয়ডারি লাগবে না সেলাই দেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২১

ডাক্তার এমব্রয়ডারি লাগবে না সেলাই দেন
এক রিকশাচালকের হাত কেটে গেছে। পরোপকারী মন্টুর বাপ তাকে এলাকার ক্লিনিকে নিয়ে গেল। ডাক্তার প্রথমেই বললেন—
ডাক্তার: বড় ধরনের কাটা, সেলাই লাগবে কিন্তু? অনেক ওষুধও লাগবে?
রিকশাচালক: ব্যথায় কাতরাতে কাতরাতে স্যার, কতো টাকা লাগতে পারে?
ডাক্তার: দুই হাজারের কম না।
মন্টুর বাপ: ডাক্তার সাব, আপনারে এমব্রয়ডারি করতে কে বলছে, শুধু সেলাই দিলেই তো হয়!

****

দুনিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়
শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন—
শিক্ষক: এই বলতো দুনিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়?
ছাত্র: খুবই সহজ উত্তর, স্যার।
শিক্ষক: তাড়াতাড়ি বল।
ছাত্র: মাটিতে, স্যার!
শিক্ষক: অ্যাঁ!

****

স্ত্রীর মুখ বন্ধ রাখার উপায়
ডাক্তার: এই থার্মোমিটারটা আপনার স্ত্রীর মুখের নিচে দিয়ে আধমিনিট মুখ বন্ধ করে রাখতে বলবেন।
স্বামী: কেন ডাক্তার?
ডাক্তার: তাহলে জ্বর কত সেটা টের পাওয়া যাবে।
স্বামী: ডাক্তার সাহেব, সারা দিন রাখতে হয় এমন কোনো থার্মোমিটার নেই?

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।