আজকের জোকস: অপারেশনের আগে রোগীকে অজ্ঞান করার কারণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৭ ডিসেম্বর ২০২১

অপারেশনের আগে রোগীকে অজ্ঞান করার কারণ
ডায়াগনস্টিক সেন্টারে নার্স নিয়োগের ইন্টারভিউ হচ্ছে—
প্রশ্নকর্তা: অপারেশনের আগে রোগীকে অজ্ঞান করা হয় কেন?
চাকরিপ্রার্থী: যাতে রোগী অপারেশন শিখে না ফেলে, স্যার।
প্রশ্নকর্তা: বলেন কী! এইসব আজেবাজে কথা কোথা থেকে শিখলেন?
চাকরিপ্রার্থী: আজেবাজে না স্যার, একদম সঠিক কথা।
প্রশ্নকর্তা: কিন্তু তাতে আমাদের মানে ডাক্তারদের লাভটা কী?
চাকরিপ্রার্থী: স্যার, রোগী নিজেই যদি অপারেশন শিখে ফেলে তাহলে আর আপনাদের তো দরকার পড়বে না- বোঝেননি?

****

বাবার বয়স কত?
শিক্ষক: তোমার বাবার বয়স কত, ছোটন?
ছোটন: আমার যা বয়স, তাই।
শিক্ষক: বান্দরামো হচ্ছে? তোর বাবার বয়স তোর সমান!
ছোটন: জ্বী স্যার। কারণ যেদিন আমার জন্ম হলো সেদিনই তো তিনি বাবা হলেন!

****

জীবনে সবচাইতে বড় বন্ধু কে?
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
১ম বন্ধু : আমার স্ত্রী যার সঙ্গে পালিয়ে গেছে সে আমার সবচাইতে বড় বন্ধু।
২য় বন্ধু: তাই নাকি? লোকটা কি দেখতে খুবই সুন্দর?
১ম বন্ধু: কী জানি, জীবনে তাকে দেখি নি তো।
২য় বন্ধু: তাহলে তোর ভালো বন্ধু হলো কীভাবে?
১ম বন্ধু: সে আমার যে উপকার করলো। এটা কয়জনে করেছে আমার জন্য?

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।