আজকের কৌতুক: অল্প বয়সে বিয়ে করার সুবিধা-অসুবিধা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৬ ডিসেম্বর ২০২১

অল্প বয়সে বিয়ে করার সুবিধা-অসুবিধা
শফিক: দোস্ত, জীবনে শান্তি জিনিসটা আসলে কী, বলতো?
রফিক: বলতে পারছি না রে, দোস্ত।
শফিক: কেন!
রফিক: অল্প বয়সেই বিয়ে করে ফেলেছিলাম তো।

****

স্মরণশক্তি বাড়ানোর উপায়
মন্টুর বাপ খুব পেরেশান হয়ে কিছু খুঁজছিল নিজের ঘরে। অনেকক্ষণ বিষয়টি খেয়াল করার পর বস তাকে ডাকলেন—
বস: কী খুঁজছো অমন করে?
মন্টুর বাপ: পানিফলের হালুয়া এনেছিলাম স্যার, স্মরণশক্তি বাড়ানোয় খুব কাজে দেয়।
বস: তো?
মন্টুর বাপ: কিন্তু এখন তো মনেই করতে পারছি না কোথায় রেখেছিলাম!

****

কাউন্টার ত্যাগ করার আগে টাকা গুণে নিন
জেলখানায় পুরোনো আর নতুন দুই কয়েদির মধ্যে দোস্তি হয়ে গেল। দুজনে গল্প করছে—
পুরোনো কয়েদি: তোমার মতো ভালো মানুষ ধরা খাইলা কেমনে?
নতুন কয়েদি: ব্যাংক লুটতে গেছিলাম। তো টাকার বস্তা নিয়ে ওখানেই গুণতে বসে যাই।
পুরনো কয়েদি: কী আশ্চর্য! এ কাজ করতে গেলে কেন!
নতুন কয়েদি: কী করবো! সামনেই দেখলাম লেখা ,কাউন্টার ত্যাগ করার আগে টাকা গুণে নিন। পরে ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করা চলবে না।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।