আজকের কৌতুক: সম্রাট আকবরের ফোন নম্বর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৮ নভেম্বর ২০২১

সম্রাট আকবরের ফোন নম্বর
শিক্ষক: বলতো মিতা, আকবরের জন্মসাল কত?
মিতা: স্যার, এটা তো বইয়ে নেই।
শিক্ষক: কে বলেছে বইয়ে নেই। এই যে আকবরের নামের পাশে লেখা আছে ১৫৪২-১৬০৫।
মিতা: ও! ওটা জন্ম-মৃত্যুর তারিখ?
শিক্ষক: হ্যাঁ।
মিতা: স্যার আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার।
শিক্ষক: গাধা কোথাকার! ভাবছিস কি?
মিতা: এজন্যই তো বলি, এত্তোবার ট্রাই করলাম, রং নম্বর বলে কেন?

****

বিদ্যুৎ ছাড়া টিভি দেখার উপায়
নতুন টিভি কিনে আনলেন একজন। হঠাৎ তার কিছু একটা মনে পড়তেই টিভি স্টেশনে ফোন করলেন—
গ্রাহক: আমি আপনার এইখান থিকা কাইল একটা টিভি কিনছি।
স্টেশন: কোনো সমস্যা? কীভাবে সাহায্য করতে পারি?
গ্রাহক: না কইছিলাম কি, বিদ্যুৎ না থাকলেও কি টিভি দেখা যাইব?
স্টেশন: কেন নয়! মোমবাতি জ্বালিয়ে দেখবেন।

****

যে কারণে অপারেশনের সময় রোগীদের অজ্ঞান করে নেন ডাক্তাররা
স্ত্রী: অপারেশনের আগে রোগীদের বেহুঁশ করে কেন ডাক্তাররা?
স্বামী: রোগীকে অজ্ঞান না করলে শুয়ে থেকে থেকে অপারেশনের সব কায়দা শিখে ফেলবে না!
স্ত্রী: তাতে কী হয়েছে?
স্বামী: এরপর ডাক্তারদের আর কে ডাকবে অপারেশন করার জন্য?
স্ত্রী: হ্যাঁ, তাই তো।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।