আজকের কৌতুক: অল্প খরচে প্লাস্টিক সার্জারি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৬ নভেম্বর ২০২১

অল্প খরচে প্লাস্টিক সার্জারি
ডাক্তার: আপনার প্লাস্টিক সার্জারি করতে হবে।
রোগী: প্লাস্টিক সার্জারি করতে কতো টাকা লাগবে?
ডাক্তার: দুই লাখ টাকা লাগবে।
রোগী: আর যদি আমি প্লাস্টিক নিয়ে আসি?
ডাক্তার: সঙ্গে সুপার গ্লুও নিয়ে আইসেন, ফ্রি করে দেবো!

****

স্যারের বাইকের চাকা পাংচার হওয়ার রহস্য
ক্লাসে স্যার মন্টুকে জিজ্ঞাসা করলেন—
শিক্ষক: আমি তোমাকে থাপ্পর মারলাম- এর ভবিষ্যত কাল কী হবে?
মন্টু: স্যার, বিকেলে বাড়ি ফেরার সময়ে আপনার মোটরসাইকেলের চাকা পাংচার পাবেন।

****

মরার পরও স্বামীকে নিজের করে রাখার উপায়
আর্টিস্ট: ম্যাডাম, আপনার পেইন্টিং বানাতে বলেছেন, কিন্তু এতে জড়োয়া হার যোগ করতে বলেছেন কেন?
গৃহিনী: বলেছি যেহেতু আপনি করে দিন। সমস্যা কি?
আর্টিস্ট: সমস্যা তো আছে, আপনার পোশাক, গেটআপ- এসবের সঙ্গে এমন হার তো মানাবে না!
গৃহিনী: না মানাক, তবুও তেমনি ছবি এঁকে দিন!

আর্টিস্ট: আপনার এমন চিন্তার কারণটা জানতে পারি কি?
গৃহিনী: আমি জানি আমি মারা যাবার পর স্বামী ফের বিয়ে করবে। তখন নতুন বউ এসে আমার এই ছবি দেখবে। এরপর সে এই হার খুঁজবে। না পেয়ে জ্বলতে থাকবে। এতে আমার আত্মার শান্তি হবে।
আর্টিস্ট: তারপর?
গৃহিনী: এরপর সে স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করবে। ঝগড়ায় স্বামী দিশাহারা হয়ে পড়বে। আমি আরও শান্তি পাবো। একপর্যায়ে সে বউকে পেটাবে। আমি আরও বেশি শান্তি পাবো! এরপর একদিন বউও তাকে পেটাবে।
আর্টিস্ট: মাপ চাই ম্যাডাম, আর বলবেন না! আমার মাথা ঘুরতেছে।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।