আজকের জোকস: ভুঁড়ি কমানোর উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৬ নভেম্বর ২০২১

ভুঁড়ি কমানোর উপায়
একদিন দুই বন্ধুর হঠাৎ দেখা। এক জায়গায় বসে গল্প করছে দুজনে—
১ম বন্ধু: কিরে তোর খবর কি? কি করছিস এখন?
২য় বন্ধু: অনেক ব্যস্ত দোস্ত। সারাদিনই পরিশ্রম করতে হয়।
১ম বন্ধু: ও তাই নাকি? তো কি কাজ করিস তুই?
২য় বন্ধু: গেইম খেলি।
১ম বন্ধু: সারাদিন মোবাইল ফোনে গেম খেলিস কেন?
২য় বন্ধু: ডাক্তার বলেছেন, ভুঁড়ি কমাতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। ডাক্তারের কথা তো আর ফেলতে পারি না।

****

মৃতরা এসে তো আর অভিযোগ করতে পারেনা
এক ফার্মেসি থেকে ওষুধ কিনলেন এক নারী। বাসায় গিয়ে দেখলেন ওষুধের মেয়াদ শেষ। তাই এসে দোকানদারকে বললেন—
নারী: আমাকে মারার জন্য ওষুধ দিয়েছেন?
দোকানদার: আজ দশ বছর হলো আমি ওষুধ বিক্রি করছি। কেউ কোনোদিন অভিযোগ করেনি। আপনার মুখেই এই প্রথম অভিযোগ শুনছি।
নারী: ভুলে যাচ্ছেন কেন, মৃতরা কোনোদিন অভিযোগ করতে পারে না।

****

বিশ বছর ধরে রাস্তাটা এখানেই আছে
দুজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে—
১ম ব্যক্তি: ভাই, এই রাস্তাটা কোথায় গেছে?
২য় ব্যক্তি: কেন! কোথাও যায়নি তো!
১ম ব্যক্তি: কেন মজা করছেন ভাই? সত্যি করে বলেন না!
২য় ব্যক্তি: মজা কেন করবো ভাই? আমি তো বিশ বছর ধরে দেখছি, রাস্তাটা এখানেই আছে।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।