আজকের কৌতুক: পরীক্ষায় ১০০ পাওয়ার উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ২৮ অক্টোবর ২০২১

পরীক্ষায় ১০০ পাওয়ার উপায়
মিতার বাবা মিতার রেজাল্ট কার্ড আনতে স্কুলে গেলেন। স্কুলে গিয়ে মিতার শ্রেণি শিক্ষককে বললেন, মাফ করুন, মিতা মনে হয় এবারও পরীক্ষায় শূন্য পেয়েছে!
শিক্ষক : না না, আপনি ভুল বলছেন, আপনার মেয়ে এবার স্কুলে বিশেষ এক রেকর্ড করেছে।
বাবা: তাই নাকি! তা কততম হয়েছে আমার মেয়ে?
শিক্ষক: মিতা এবারের পরীক্ষায় এমন লেখা লিখেছে যে, সব খাতায় সে ১০০ করে ১০টি বিষয়ে ১০০০ পেয়েছে!
বাবা: শিক্ষকরা কেন তাকে এত নম্বর দিয়েছেন একটু বলবেন?
শিক্ষক: শিক্ষকদের আর কী দোষ! মিতা প্রতিটি খাতায় লিখেছে, দয়া করে আমাকে শূন্যের বদলে যে কোনো নম্বর দিন। তাই আমাদের শিক্ষকরা দয়া করে ১০০ করে ১০০০ দিয়েছেন!

****

ধন্যবাদ, আবার দেখা হবে
এক বন্ধু ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে কোনোমতে জীবন রক্ষা করে বাড়ি ফিরল। সুস্থ হয়ে উঠার পর তার এক বন্ধুর সঙ্গে দেখা—
১ম বন্ধু: বলল, দোস্ত, চল রাস্তা থেকে ঘুরে আসি।
২য় বন্ধু: না দোস্ত, আমি বাইরে যাব না।
১ম বন্ধু: কেন? কী সমস্যা?
২য় বন্ধু: ওই ট্রাকের পেছনে লেখা ছিল, ধন্যবাদ! আবার দেখা হবে!’

****

কে বেশি বোকা
একদিন অফিসের বস আর এক কর্মচারীর মধ্যে কথা হচ্ছে—
কর্মচারী: জানেন বস, আমাদের পিয়নটা খুবই বোকা!
বস: তাই নাকি? তা কী করল সে?
কর্মচারী: বোকাটাকে বললাম, আমি অফিসে এসেছি কিনা তা আমার স্ত্রীর কাছ থেকে জেনে নিতে। সে করল কী, দৌড়ে আমার বাসায় চলে গেল!
বস: আসলেই আপনি ঠিক বলেছেন।
কর্মচারী: আরে বোকা, এর জন্য বাসায় দৌড়াতে হয় নাকি! আমার বউকে ফোন দিলেই হয়, আমি অফিসে এসেছি কিনা!

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।