আজকের জোকস: ক্ষমতা দেখাতে গিয়ে যা হলো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৩ অক্টোবর ২০২১

ক্ষমতা দেখাতে গিয়ে যা হলো
স্বামী: তুমি কি জানো আমার ক্ষমতা কত?
স্ত্রী: না। একটু দেখাও তো।
স্বামী: ওই যে দেখছ ট্রেনটা আসছে, ওটাকে আমি এখনই থামিয়ে দিতে পারি।
স্ত্রী: দাও তো দেখি।

স্বামী তখন লাল কাপড় উড়িয়ে ট্রেন থামালেন। গার্ড সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে থামানোর কারণ জানতে চাইলেন।
স্বামী: আমি স্ত্রীকে আমার ক্ষমতা দেখাচ্ছিলাম।

এ কথা শুনে গার্ড তার পেছনে সজোরে লাথি দিয়ে চলে গেলেন—
স্ত্রী: গার্ড তোমাকে লাথি দিলো, তুমি কিছু বললে না?
স্বামী: আমার ক্ষমতা আমি দেখিয়েছি, সে তার ক্ষমতা দেখাবে না?

****

চুরি করা গল্পের শ্রোতা যখন লেখক
বিখ্যাত মঞ্চাভিনেতা হেনরি আরভিং একবার মার্ক টোয়েনকে একটি গল্প বলছিলেন। গল্পের ভূমিকাটা বলেই আরভিং মার্ক টোয়েনের কাছে জানতে চাইলেন—
আরভিং: গল্পটা আপনি আগে শোনেননি তো?
মার্ক টোয়েন: না, শুনিনি।

গল্পের মাঝামাঝি গিয়ে আরভিং আবার বললেন—
আরভিং: গল্পটা আপনি আগে শোনেননি তো?
মার্ক টোয়েন: না, আমি শুনিনি।

গল্পের শেষদিকে আবার—
আরভিং: আপনি এই গল্প আগে শোনেননি তো?
মার্ক টোয়েন: দেখুন, আমি একবার মিথ্যা বলতে পারি। ভদ্রতা করে দুবারও বলতে পারি কিন্তু তিনবার পারি না। গল্পটি আমারই।

****

বাবার খবর জানতে চায় ছেলে
এক সকালে নাস্তার টেবিলে বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করছেন—
বাবা: স্কুলে তোমার কেমন চলছে খোকা? লেখাপড়া কেমন হচ্ছে?
ছেলে: আচ্ছা বাবা, মাঝে-মধ্যেই তুমি এ কথা জিজ্ঞেস কর কেন?
বাবা: আমি তোমার বাবা। তো আমি তোমার পড়াশোনার খোঁজ-খবর রাখব না?
ছেলে: আমি কি কখনো জিজ্ঞেস করি, তোমার অফিস কেমন হচ্ছে? প্রমোশন পেতে কতদিন লাগবে?

কেএসকে/এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।