আজকের জোকস: অলসরা কেমন পাত্রী খোঁজেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০১ পিএম, ১৮ অক্টোবর ২০২১

অলসরা কেমন পাত্রী খোঁজেন?
খুবই অলস এক লোক বড়শিতে মাছ তুলে বসে আছেন। তার পাশ দিয়ে একজনকে যেতে দেখে কোমল স্বরে বললেন—
শিকারি: ভাই, মাছটা একটু খুলে দেবেন?

পথিক একটু বিরক্ত হয়ে মাছটা খুলে দিলেন। তারপর বললেন—
পথিক: এত অলস আপনি!
শিকারি: উঠতে কষ্ট লাগে ভাই।
পথিক: তাহলে একটা বিয়ে করেন। ছেলেমেয়ে হলে আপনাকে কাজে সাহায্য করতে পারবে।
শিকারি: ভাই, আপনার জানাশোনা কোনো গর্ভবতী মেয়ে আছে?

****

স্বামী-স্ত্রীর ঝগড়ার ফলাফল
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
শাকিব: তুই তোর বউয়ের সঙ্গে ঝগড়া করিস?
জলিল: হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।
শাকিব: বলিস কী! তারপর?
জলিল: তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর মারব না।’

****

ভাগ্য খারাপ হওয়ার কারণ
মার্ক টোয়েন একবার শেভ করতে সেলুনে গেছেন। শেভ করানোর ফাঁকে ফাঁকে নরসুন্দরের সঙ্গে আলাপ করছিলেন—
মার্ক: আপনাদের শহরে এবারই প্রথম বেড়াতে এলাম।
নরসুন্দর: ভালো সময়ে এসেছেন। আজ রাতে আমাদের এখানে মার্ক টোয়েন বক্তৃতা করবেন। আপনি সেখানে যাচ্ছেন তো?
মার্ক: হুম, আশা করছি যাব।
নরসুন্দর: টিকিট কিনেছেন?
মার্ক: না তো!
নরসুন্দর: মনে হয় আর টিকিট পাবেন না। পেলেও আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে।
মার্ক: আমার ভাগ্যই আসলে খারাপ। ভদ্রলোক যখনই বক্তৃতা করেন, তখনই আমাকে সব সময় দাঁড়িয়ে থাকতে হয়!

কেএসকে/এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।