আজকের কৌতুক: ডাক্তার থেকে দূরে থাকার উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৭ অক্টোবর ২০২১

ডাক্তার থেকে দূরে থাকার উপায়
ছেলে: বাবা, প্রতিদিন একটা আপেল খেলে নাকি ডাক্তার থেকে দূরে থাকা যায়?
বাবা: হুমম, যায় তো।
ছেলে: তাহলে একটা আপেল দাও তো।
বাবা: তুই না আপেল খেতে চাস না! আজ কী হলো হঠাৎ?
ছেলে: ডাক্তার সাহেবের গাড়ির জানালা ভেঙে ফেলেছি তো!

*****

রুমাল দিয়ে কাজ চালান
মফিজ গেছে সর্ট প্যান্ট কিনতে—
মফিজ: সর্ট প্যান্ট দেখানতো?
দোকানদার: এই লন এটা ৫০ টাকা
মফিজ: আরেকটু কম দামি নাই?
দোকানদার: এই লন এটা ২০ টাকা
মফিজ: আরেকটু কম দামি দেন?
দোকানদার: ভাই আপনার সর্ট প্যান্ট কিনা লাগবো না আপনি ৫ টাকা দিয়া একটা রুমাল কিনে নিয়া যান। ওইটা দিয়েই কাজ চালায় নেন।

*****

দাওয়াত খেতে গিয়ে যা হলো
এলাকার এক মুদি দোকানের মালিক আর তার কর্মচারীর মধ্যে কথা হচ্ছে—
মালিক: আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিলো সেগুলো কে কিনলো??
কর্মচারী: লিয়াকত সাহেব।
মালিক: গত বছরের পাঁচ কেজি আটা?
কর্মচারী: লিয়াকত সাহেব।
মালিক: আর ঐ মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো?
কর্মচারী: লিয়াকত সাহেবই সব নিয়ে গেছেন।
এমন সময় মালিকের মুখকালো হয়ে গেল। কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো।
কর্মচারী: খানিকটা ভোয়ে ভয়ে জিজ্ঞাসা করল- হুজুর আপনার কি শরীর খারাপ লাগছে?
মালিক: না, লিয়াকত সাহেবের বাসায় আজ আমার সপরিবারে দাওয়াত আছে।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।