আজকের কৌতুক: দেখতে বিদেশিদের মতো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২১

দেখতে বিদেশিদের মতো
নতুন বছর উদযাপন করতে যুক্তরাষ্ট্র ঘুরে ফিরেছেন সুরুজ। ফিরেই তিনি ছুটে গেলেন স্ত্রীর কাছে।
সুরুজ: ও গো, শুনছ, আমাকে কি বিদেশিদের মতো দেখায়?
স্ত্রী: কই, না তো!
সুরুজ: আমিও তো তা-ই বলি। আজব কারবার, যুক্তরাষ্ট্রে সবাই আমাকে দেখে বলে, আপনি কি বিদেশি?

****

অনুমতির প্রয়োজন নেই
এক পথিক রাতে অজানা জায়গায় এসে পড়েছেন। তার ওপর বৃষ্টি ও ঝড় হচ্ছে খুব জোরে। ঘন অন্ধকারে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এসময় কোথায় আশ্রয় না নিলেই নয়। সে পথের ধারে এক বাড়ির দরজায় বারবার আঘাত করতে লাগল। গৃহস্বামী উপর থেকে জানালা খুলে জিজ্ঞেস করলেন, ‘কে হে বাপু তুমি? এত রাতে কড়া নাড়ানাড়ি করছ কেন?’
পথিক: আমি বহুদূর থেকে এসেছি।
গৃহস্বামী: এখানে আপনার কী চাই?
পথিক: রাতটা এখানে থাকতে চাই।
গৃহস্বামী: তা থাকতে পারেন। তার জন্য আমাকে ডাকার কোনো দরকার ছিল না। ওটা সরকারি রাস্তা, যে কেউ ওখানে থাকতে পারে। এ আশ্রয়টুকুর জন্য অনুমতির প্রয়োজন নেই। আপনি নিশ্চিন্ত মনে থাকতে পারেন।

****

ইন্ডিকেটর কাজ করছে কিনা?
দুই বন্ধু গাড়ি করে যাচ্ছিলেন। হঠাৎ এক বন্ধুর মনে হলো, গাড়ির ইন্ডিকেটর বাতিটা কাজ করছে না। তিনি অপর বন্ধুকে বললেন, ‘দেখো তো, ইন্ডিকেটরটা কাজ করছে কিনা?’

অপর বন্ধু গাড়ি থেকে নামলেন। সামনে থেকে দেখে বললেন, ‘জ্বলেছে! না না, নিভে গেছে! আবার জ্বলেছে! যাহ নিভে গেল! জ্বলেছে! নিভে গেছে! আবার জ্বলল...’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।