আজকের কৌতুক: ট্যুরিস্ট গাইডের কাণ্ড!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২১

ট্যুরিস্ট গাইডের কাণ্ড!
সজল এবার ট্যুরিস্ট গাইডের ভূমিকায়—
ভ্রমণার্থী: এই মাথার খুলিটি কার?
সজল: এক বুড়ো রাজার।
ভ্রমণার্থী: আর এই পাশের ছোটটা?
সজল: আরে বোকা, ওই রাজারই ছেলেবেলার খুলি এটা!

****

দাদা তো বিশাল যোদ্ধা
জিকু: আমার দাদা তো বিশাল যোদ্ধা ছিলেন! ১৮৫৭ সালে করলেন কী, ২৭ জন শত্রুসেনার পা কেটেছিলেন তিনি।
বন্ধু: মাথা ছেড়ে পা কাটলেন কেন?
সর্দারজি: কারণ, মাথা যে আগেই কাটা ছিল!

****

পাঁচ তারকা হোটেলের খাবার
রমিজ ও তার বন্ধু গেছেন একটি পাঁচ তারকা হোটেলে। খাবার টেবিলে বসে নিজেদের সঙ্গে নিয়ে আসা দুটি স্যান্ডউইচ বের করে খেতে শুরু করলেন তারা।

তা দেখে ওয়েটার চেঁচিয়ে উঠলেন, ‘না না না, এখানে আপনারা নিজেদের কোনো খাবার খেতে পারেন না!’ রমিজ কিছুক্ষণ ভেবে বললেন, ‘তাহলে আমি আমার বন্ধুরটা খাই, আমারটা ও আমারটা। কী বলেন?’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।