আজকের কৌতুক: ব্লাড ব্যাংকে ডাকাতি!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

ব্লাড ব্যাংকে ডাকাতি!
জিকু ও তার কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলো, তারা ব্যাংক ডাকাতি করবে। যেই ভাবা সেই কাজ। রাতের বেলা তারা ঢুকে পড়ল এক ব্যাংকে। কিন্তু ব্যাংকের ভেতর কোনো টাকা-পয়সা না পেয়ে কিছু পানীয়ের বোতল দেখে সব বোতল খেয়ে সাবাড় করে দিলো।

পরের দিন সবগুলো সংবাদপত্রে শিরোনাম হলো ‘রাজধানীতে ব্লাড ব্যাংকে ডাকাতি!’।

****

কান্নাকাটি করার চেষ্টা
শান্তা: কিরে, মন খারাপ করে বসে আছিস কেন?
জিকু: জানিস, আমার স্ত্রী গতকাল মারা গেছে।
শান্তা: বলিস কী রে!
জিকু: এ জন্য অনেক কান্নাকাটি করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই চোখে জল আসছে না। কী করি বল তো?
শান্তা: আরে, এটা কোনো ব্যাপার হলো! তুই মনে মনে কল্পনা কর যে, সে আবারও ফিরে এসেছে। তাহলেই তো হয়।

****

দোকান খোলার আগেই ভেতরে
বিচারক: তোমাদের কেন গ্রেপ্তার করা হয়েছে জানো?
জিতু: সকাল সকাল দোকানে বাজার করার জন্য।
বিচারক: হুম, তাহলে তো তোমাদের কোনো অপরাধ হয়নি। যা-ই হোক, তোমরা কত সকালে দোকানে গিয়েছিলে?
জিতু: একটু বেশি সকালেই গিয়েছিলাম। দোকান খোলার আগেই দোকানের ভেতরে গিয়েছিলাম।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।