আজকের কৌতুক: চোখ বন্ধ করেও দেখা যায়!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০২১

চোখ বন্ধ করেও দেখা যায়!
জিহাদ আর তার প্রেমিকা শান্তার মধ্যে কথা হচ্ছে—
জিহাদ: জানো, আমি তো চোখ বন্ধ করলেও দেখতে পারি।
শান্তা: বলো কী! তা কী দেখতে পাও বলো তো শুনি?
জিহাদ: কেন, অন্ধকার!

****

মশা মারতে বিষ খাওয়া
রাতে মশার কামড়ে অতিষ্ঠ রমিজ। কিছুতেই মশার হাত থেকে রেহাই পাচ্ছেন না। তাই উপায় খুঁজতে লাগলেন, কী করে মশার হাত থেকে রক্ষা পাওয়া যায়। রুমের ভেতর কিছু একটা খুঁজতেও লাগলেন। হুট করে একটি বুদ্ধিও এসে গেল মাথায়। রুমের ভেতর থাকা বিষের বোতলটি ঢকঢক করে গলায় ঢেলে দিলেন। তারপর নিশ্চিন্ত মনে বললেন, ‘বেয়াকুব মশা। দে, এবার আমার শরীরে কামড় দে, আর মারা পড় গিয়ে।’

****

গাড়ির ব্রেকও কাজ করছে না
জহির রাতের বেলা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন। কিন্তু গাড়ির হেডলাইট বন্ধ দেখে পুলিশ তার গাড়ি থামাল— পুলিশ: থামো, থামো, তোমার গাড়ির হেডলাইট তো বন্ধ। কাজ করছে না মনে হয়।
জহির: সরে যান। তাড়াতাড়ি সামনে থেকে সরে যান। আমার গাড়ির ব্রেকটাও কাজ করছে না।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।