আজকের জোকস: জীবাণুমুক্ত আত্মহত্যার জন্য!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১

 

জীবাণুমুক্ত আত্মহত্যার জন্য!
হীরা: কিরে, ছুরিটা স্যাভলন দিয়ে ধোয়ার কী আছে?
লাল্টু: এই ছুরি দিয়ে আত্মহত্যা করব তো, তাই।
হীরা: তা আত্মহত্যার জন্য স্যাভলন দিয়ে ছুরি ধোয়ার দরকার কী?
লাল্টু: আরে গাধা, এই জং ধরা ছুরি দিয়ে আত্মহত্যা করলে তো ইনফেকশন হয়ে যাবে!

****

কাপড় দেখতে গিয়ে কাণ্ড
সাজু দোকানে গেছেন কাপড় কিনতে—
সাজু: কিছু ভালো কাপড় দেখান তো ভাই।
বিক্রেতা: প্লেইনের মধ্যে দেখাব?
সাজু: আরে না, বিমান-টিমানে নয়, আপনার দোকানে বসেই দেখান না।

****

প্রশ্ন করেছি কুকুরকে
সবুজ প্রতিদিন সকালে তার কুকুর নিয়ে হাঁটতে বের হন। এটা দেখে একদিন তার বন্ধু দূর থেকে বললেন—
বন্ধু: আরে, এত সকালে গাধাকে সঙ্গে নিয়ে যাচ্ছ কোথায়, শুনি?
সবুজ: অন্ধের মতো কথা বলো কেন? দেখছ না, এটা আমার কুকুর। আর তুমি বলছ গাধা?
বন্ধু: আরে, আমি তো তোমাকে বলিনি। আমি প্রশ্ন করেছি তোমার কুকুরকে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।