আজকের কৌতুক: স্মৃতিশক্তি বাড়ানোর ওষুধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২১

স্মৃতিশক্তি বাড়ানোর ওষুধ
আহনাফ একবার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এক হেকিমের কাছ থেকে ওষুধ নিয়েছিলেন। কয়েক মাস পর আবার ওই হেকিমের কাছে গেলেন একই ওষুধ আনার জন্য। তখন হেকিম বললেন—
হেকিম: আচ্ছা, গতবার তোমাকে কী ওষুধ দিয়েছিলাম, একেবারেই মনে করতে পারছি না।
আহনাফ: তাহলে ওই ওষুধ এখন থেকে আপনি নিজেই খাবেন।

****

ট্রাকের নিচে পড়েছিল
শান্তা ও কান্তা গেছে মিশরে। মমি দেখে তারা খুবই অবাক—
শান্তা: আরে দোস্ত, দেখেছিস কত্তো ব্যান্ডেজ! আমি নিশ্চিত, এই মানুষটা ট্রাকের নিচে পড়েছিল।
কান্তা: দোস্ত, আমারও তা-ই মনে হয়। দেখছিস না পাশে ট্রাকের নম্বরটাও আছে—বিসি ১৭৬০!

****

ফাঁসির আগে শেষ ইচ্ছা
জেলখানায় সগির ও পুলিশের মধ্যে কথোপকথন—
পুলিশ: ফাঁসির আগে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? আজকে তোমার শেষ ইচ্ছাটা পূরণ করা হবে।
সগির: হুম, একটা ইচ্ছা আছে।
পুলিশ: কী সেই ইচ্ছা?
সগির: আমার পা ওপরে আর মাথা নিচে রেখে যেন ফাঁসিটা দেওয়া হয়!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।