সপ্তাহের রসালাপ: বুদ্ধিমানের গোপন রহস্য

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১৩ এএম, ১৩ আগস্ট ২০২১

জগতে বুদ্ধিমান হতে কে না চায়? তাছাড়া বুদ্ধি তো কমবেশি সবারই থাকে। কেউ কাজে লাগায়, কেউ লাগায় না। বুদ্ধি প্রয়োগ করারও বুদ্ধি থাকতে হয়। তেমনই কিছু গোপন বুদ্ধি আজ আপনাদের জানাবো আজ—

১. হতাশাবাদীদের কাছ থেকে টাকা ধার করো। কারণ তারা ফেরত পাওয়ার আশা করবে না।

২. ভুল বলো, নইলে বুঝতে পারবে না, সবাই তোমার কথা শুনছে কি-না।

৩. সব সময় মনে রেখো, তুমি অন্য রকম। বাকি সবাই তোমার মতো নয়!

৪. আছাড় খাওয়া খুবই মজার একটা ব্যাপার, যদি সেটা নিজের বেলায় না ঘটে।

৫. ব্যাংক তোমাকে তখনই টাকা ঋণ দেবে; যখন জানবে তোমার ঋণ না নেওয়ার মতো যথেষ্ট টাকা আছে।

৬. প্রতিটি পুরুষের সফলতার পেছনে একজন নারী থাকে, প্রতিটি পুরুষের ব্যর্থতার পেছনে আরেকজন নারী থাকে।

৭. কাজ আমার খুব প্রিয়। তাই নিয়মিত অফিসে যাই। বসে বসে অন্যদের কাজ দেখি।

৮. মানুষ ভুল থেকে শিক্ষা নেয় না, এর প্রমাণ হলো, অনেকেই দ্বিতীয়বার বিয়ে করে।

লেখা ও ছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। লেখা মনোনীত হলেই যেকোনো শুক্রবার প্রকাশিত হবে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।