আজকের কৌতুক : ঘটনা না জেনেই থাপ্পড়!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১২ আগস্ট ২০২১

ঘটনা না জেনেই থাপ্পড়!
বাসায় ঢুকেই মৌমিতা বেসিনের সামনে গিয়ে বমি করা শুরু করল। তার মা ছুটে এলেন, ‘কিরে, তোর কী হয়েছে?’

মৌমিতা কিছু না বলে তার বন্ধুর দিকে আঙুল দেখাল। তার মা এসে বন্ধুর গালে কষে একটা থাপ্পড় দিলেন, ‘অসভ্য! তুই মৌমিতার ফ্রেন্ড হয়ে ওর এত বড় ক্ষতি করলি?’ বন্ধু বলল, ‘আন্টি আপনি এসব কী বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না!’ মৌমিতার মা বললেন, ‘বেয়াদব! আমার মেয়ের এত বড় সর্বনাশ করে আবার ন্যাকামো করছিস!’

এবার মৌমিতা বলে উঠল, ‘মা, তুমি ওকে কী বলছ? আমিই তো ওকে বলেছিলাম!’ মা বললেন, ‘কী বলেছিলি?’ মৌমিতা বলল, ‘ও তো না করেছিল, আমি জেদ করেছিলাম রাস্তার পাশের হালিম খাব। সেটা খেয়েই তো আমার এ অবস্থা!’

****

এক লাথিতে গাবতলী
একদিন দুই বাসযাত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে— ­
১ম যাত্রী: বেশি প্যাচাল পাড়বে না!
২য় যাত্রী: বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এক লাথিতে করাচি পাঠায়া দিমু!
৩য় যাত্রী: ভাই, দয়াকরে আমাকে একটু আস্তে লাথি দেন, আমি গাবতলী যাব।

****

তাস না খেললে চলে না
কলিম: প্রতিদিন তাস না খেললে আমার চলেই না।
ছলিম: তার মানে, তুই জুয়ায় আসক্ত?
কলিম: আরে না, আমার আসক্তি আসলে কয়েকজন গোল হয়ে বসে থাকায়!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।