আজকের কৌতুক : খরগোশের জন্মরহস্য কী?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ২৫ জুলাই ২০২১

খরগোশের জন্মরহস্য কী?
একদিন একটি শিশু খরগোশ মা খরগোশকে জিজ্ঞাসা করল, ‘মা, আমার জন্ম হয়েছে কোথা থেকে?’ সত্যিকারের জন্মরহস্য জানার বয়স তার হয়নি বলে একটু ভেবে নিয়ে মা খরগোশ বলল, ‘জাদুকরের হ্যাটের ভেতর থেকে।’

****

কবুতর ও কাঠঠোকরার শংকর পাখি
শিক্ষক: পত্রবাহক কবুতর এবং কাঠঠোকরার শংকর করলে কী পাওয়া যাবে?
ছাত্র: এমন এক পাখি, যা চিঠি পৌঁছে দিতে গিয়ে দরজায় টোকা দিতে পারবে।

****

হাতির প্যান্ট খুলল পিঁপড়া
হাতির পথ আগলে দাঁড়াল পিঁপড়া। রাগত স্বরে বলল—
পিঁপড়া: কথা না বাড়িয়ে প্যান্টটা খোলো।
হাতি: প্যান্ট খুলব মানে? ব্যাপারটা কী?
পিঁপড়া: বলছি যখন খোলো।

প্যান্ট খুলে হাতি বিছিয়ে দিল ঘাসের ওপর। অনেকক্ষণ ধরে প্যান্টের ওপর দিয়ে হাঁটল পিঁপড়া। তারপর নেমে এসে বলল, ‘না, এটা আমার প্যান্ট নয়। আমারটায় চারটা পকেট।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।