আজকের জোকস : টাকার গাছ লাগাবেন যেভাবে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১ এএম, ২১ জুলাই ২০২১

টাকার গাছ লাগাবেন যেভাবে
ছোটবেলায় মায়ের কাছে টাকা চাইলে বলতেন, ‘তোর বাবার কি টাকার গাছ আছে যে চাইলেই পাবি? অফিস থেকে ফিরলে বাবার কাছে টাকা চাস।’

তখন মনে হতো, আমাদের একটা টাকার গাছ থাকলে কত ভালো হতো! ইচ্ছেমতো টাকা ছিঁড়তাম আর খাবার কিনে খেতাম। তাই তো একদিন ১০ টাকার একটি নোট মাটিচাপা দিয়ে পানি ঢেলেছি বারবার, একটা টাকার গাছের আশায়।

****

হাতি-পিঁপড়ার ফুটবল খেলা
ফুটবল ম্যাচে অংশ নিল হাতি একাদশ এবং পিঁপড়া একাদশ। খেলা শেষ হলো অমীমাংসিতভাবে। পিঁপড়া দলের ড্রেসিং রুমে এলো হাতি দলের অধিনায়ক। বলল—
হাতি: আজ আমাদের অনেকে খুব রাফ খেলেছে, আমি তাই ক্ষমা চাইতে এসেছি।
পিঁপড়া: না, না, ও কথা বলবেন না। আমরাও তো কম রাফ খেলিনি।

****

মোরগের চেয়ে অ্যালার্ম ঘড়ি ভালো
একদিন গৃহকর্তা একটি মোরগকে বললেন—
গৃহকর্তা: সকালে ডেকে দেওয়ার জন্য তোমার চেয়ে অ্যালার্ম ঘড়ি অনেক বেশি ভালো।
মোরগ: কিন্তু অ্যালার্ম ঘড়ি দিয়ে তো স্যুপ রান্না করা যায় না!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।