সপ্তাহের রসালাপ : সোজা ভাষায় বলতে পারো না?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ এএম, ১৬ জুলাই ২০২১

একদিন আমির খান ক্লাসে বসে হাসছিল।
টিচার: আপনি হাসছেন কেন?
আমির: অনেকদিন থেকেই ফেসবুকের পেজ অ্যাডমিন হওয়ার ইচ্ছা ছিল। আজ হয়েছি। খুব মজা লাগতেছে স্যার!
টিচার: বেশি মজা নেওয়ার দরকার নাই। টেল মি, হোয়াট ইজ পোস্ট?
আমির: এনিথিং দ্যাট ইজ পোস্টেড অন ফেসবুক ইজ পোস্ট স্যার।
টিচার: ক্যান ইউ প্লিজ এলাবোরেট?
আমির: স্যার, পাবলিক ফেবুতে যাই-ই দেয়, তাই পোস্ট। ঘুরতে গেলাম, ফটো দিলাম। পোস্ট স্যার। ম্যাচ দেখতে গেলাম, স্কোর দিয়ে দিলাম। পোস্ট স্যার। আসলে পোস্ট আমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে। ক্যাটরিনার পিক থেকে রোনালদোর কিক পর্যন্ত, সব পোস্ট স্যার! এক সেকেন্ডে কমেন্ট, এক সেকেন্ডে লাইক। কমেন্ট-লাইক, কমেন্ট-লাইক!
টিচার: শাট আপ! অ্যাডমিন হয়ে এগুলা করবা? কমেন্ট-লাইক, কমেন্ট-লাইক?

শিক্ষক এবার চতুরের দিকে তাকিয়ে বলল-
স্যার: চতুর, তুমি বলো তো।
চতুর: পিকচার, টেক্সটস অর ভিডিওস পোস্টেড থ্রো মোবাইল অর ট্যাবলেট অর ল্যাপটপ অর ডেস্কটপ উইথ ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ইউজিং ইন্টারনেট অন ফেসবুক ইজ কলড আ পোস্ট।
টিচার: বাহ!
আমির: কিন্তু স্যার, আমিও তো সেটাই বললাম সোজা ভাষায়।
টিচার: সোজা ভাষায় বলতে চাইলে অন্য কোথাও গিয়ে বলো, পেজের অ্যাডমিন হয়ে নয়।
আমির: কিন্তু স্যার, অন্য অ্যাডমিনও তো…
টিচার: গেট আউট!
আমির: ওহ, হোয়াই স্যার?
টিচার: সোজা ভাষায় বেরিয়ে যান।

আমির চলে যেতে গিয়ে আবার ফিরে আসে-
টিচার: কী হলো?
আমির: একটা কাজ ভুলে গেছিলাম স্যার।
টিচার: কী?
আমির: অ্যান ইউটিলিটি বাটন দ্যাট গিভ আস টু প্রোটেক্ট আওয়ার প্রাইভেট ডেটা, পিকচার, মেসেজ অর পার্সোনাল ইনফরমেশন ফর বিয়িং স্টোলেন অর ইউজড ফর ব্যাড পারপাস বাই হ্যাকারস অর অ্যানিওয়ান এলস।
টিচার: কী বলতে চাও?
আমির: লগআউট স্যার, লগআউট করতে ভুলে গেছি!
টিচার: তো সোজা ভাষায় বলতে পারো না?
আমির: কিছুক্ষণ আগে ট্রাই করেছিলাম স্যার, কিন্তু সোজা সোজা আপনার পছন্দ হয় নাই!

লেখা ও ছবি : সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। লেখা মনোনীত হলেই যেকোনো শুক্রবার প্রকাশিত হবে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।