আজকের কৌতুক : মৌচাকে মৌমাছির বদলে মশা!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০১ এএম, ১৫ জুলাই ২০২১

মৌচাকে মৌমাছির বদলে মশা!
ছেলে : জানো মা, মৌচাকে মৌমাছির বদলে মশা থাকলে কী হতো?
মা: কী হতো?
ছেলে: প্রতি সিজনে কয়েক লিটার করে রক্ত সংগ্রহ করা যেত।

****

মরুভূমির উটপাখির বুদ্ধিমত্তা
মরুভূমিতে একটি পুরুষ উটপাখি ছুটছে একটি মেয়ে উটপাখির পেছনে। ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে পড়ল মেয়ে উটপাখি। তারপর মাথা গুঁজে দিলো বালির ভেতরে। পুরুষ-উটপাখি থমকে দাঁড়িয়ে আপন মনেই বলে উঠল, ‘গেল কোথায় সে! একটু আগেই তো দেখলাম!’

****

বিখ্যাত হওয়ার উপায়
একদিন বিকেলে তিন বন্ধু মিলে গল্প হচ্ছে—
প্রথম বন্ধু: আমার দাদা একজন বিখ্যাত সৈনিক ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি অস্ত্র হাতে ৫০ জন যোদ্ধাকে কুপোকাত করেছিলেন।
দ্বিতীয় বন্ধু: আমার দাদা ছিলেন আরও বিখ্যাত। খালি হাতেই তিনি ১০০ জন যোদ্ধাকে ধরাশায়ী করতে পারতেন।
তৃতীয় বন্ধু: আজ যদি আমার দাদা বেঁচে থাকতেন, তিনিও একজন বিখ্যাত লোক হতেন।
প্রথম বন্ধু: কীভাবে?
তৃতীয় বন্ধু: বেঁচে থাকলে তার বয়স হতো ১৫২, এটাই কি বিখ্যাত হওয়ার জন্য যথেষ্ট নয়?

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।