আজকের জোকস : মাছের শরীর কি কখনো ঘামে?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৫ জুলাই ২০২১

মাছের শরীর কি কখনো ঘামে?
মাঝেমধ্যে সমুদ্র দেখতে যান হাবিব। একদিন সমুদ্রের তীরে হাঁটতে হাঁটতে এক ব্যক্তিকে প্রশ্ন করলেন—
হাবিব: আচ্ছা ভাই, সমুদ্রের মাছ কি কখনো ঘামে?
লোক: অবশ্যই ঘামে।
হাবিব: কিভাবে বুঝলেন?
লোক: না ঘামলে সমুদ্রের পানি লোনা হয় কী করে?

****

চিড়িয়াখানায় গণ্ডারের সাত বাচ্চা
এক ভদ্রলোক তার দশ ছেলে-মেয়ে নিয়ে চিড়িয়াখানায় গেছেন বেড়াতে। বেড়াতে বেড়াতে এক কর্মকর্তার দেখা পেয়ে বললেন—
ভদ্রলোক: আচ্ছা ভাই, খবর পেলাম এক গণ্ডার না-কি সাতটা বাচ্চা জন্ম দিয়েছে। সেই খাঁচাটা কোন দিকে?
কর্মকর্তা: আপনার ছেলে-মেয়ে কয়টি?
ভদ্রলোক: এই তো দশটা...
কর্মকর্তা: ভাই, আপনি কিছুক্ষণ এখানে দাঁড়ান। গণ্ডারই আপনাকে দেখতে আসবে।

****

চুলার কারণে স্ত্রীর রান্না ভালো হয়
একবার এক আলোকচিত্রীকে অপদস্ত করতে একজন সমালোচক বললেন—
সমালোচক: তুমি তো ভালোই ছবি তোলো। নিশ্চয়ই খুব ভালো ক্যামেরা ব্যবহার করো?
আলোকচিত্রী: শুনেছি, আপনার স্ত্রীর রান্না খুব ভালো।
সমালোচক: তা ঠিকই শুনেছো...
আলোকচিত্রী: তিনি নিশ্চয়ই খুব ভালো চুলা ব্যবহার করেন!

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।