আজকের কৌতুক : পাকিস্তানিকে বোকা বানাল বাংলাদেশি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৭ জুন ২০২১

পাকিস্তানিকে বোকা বানাল বাংলাদেশি
রেলগাড়ির কামরায় উঠল এক বাংলাদেশি। তার সঙ্গে বিশাল বোঝা। বোঝাটা ওঠানোর দরকার উপরের তাকে। কিন্তু তার শরীরে জোর কম, সে কিছুতেই নিজের ঘাড়ের ওপর বোঝাটা তুলতে পারছে না। এগিয়ে এল এক পাকিস্তানি। বোঝাটা এক ঝটকায় তুলে দিল তাকের উপর। তারপর বাংলাদেশিকে বলল, ‘রুটি খাও, গায়ে জোর হবে।’

বাংলাদেশি কিছুক্ষণ পর রেলগাড়ির চেইন টানার চেষ্টা করতে লাগল। কিন্তু তার ভাবখানা এমন, কিছুতেই সে চেইন টেনে জুত করতে পারছে না। এবারও তার সাহায্যে এগিয়ে এল পাকিস্তানিটি। চলন্ত ট্রেনের চেইনটা টেনে দিল সে এবং আবারও বলল, ‘রুটি খাও, গায়ে বল হবে।’

ততক্ষণে রেলপুলিশ এসে হাজির। তারা বলল, ‘কে চেইন টেনেছে? দাও, ২০০ টাকা জরিমানা।’ বেচারা পাকিস্তানি অর্থদণ্ড দিতে বাধ্য হলো। তখন বাংলাদেশি বলল, ‘ভাত খাও, বুদ্ধি হবে।’

****

সিনেমা হলে হাউসফুল
সেন্টু তার বন্ধু হাবলাকে নিয়ে গেছে সিনেমা হলে। ফাটাফাটি একটি বাংলা সিনেমা চলছে সেদিন। হন্তদন্ত হয়ে টিকিট কাউন্টারে উঁকি দেয় সে। সেখানে বসে থাকা এক লোককে বলল—
সেন্টু: দুইটা টিকিট দেন তো ভাই।
টিকিট বিক্রেতা: নারে ভাই, টিকিট তো শেষ, হাউসফুল আছে!
সেন্টু: তাহলে ওই দুটো হাউসফুলই দিয়ে দেন!

****

যে প্রশ্নের উত্তর গাধাও দিতে পারে
মফিজ: আচ্ছা, বল তো কেন দিনের বেলা আলো আর রাতের বেলা অন্ধকার?
শফিক: এ প্রশ্নের উত্তর একটা গাধাও দিতে পারে।
মফিজ: সে জন্যই তো তোকে জিজ্ঞেস করলাম।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।