আজকের জোকস: স্যানিটাইজার থাকতেও করোনা হলো কীভাবে?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ০১ মে ২০২১

স্যানিটাইজার থাকতেও করোনা হলো কীভাবে?

মারিয়া: ডাক্তার সাহেব আপনার মুখ গম্ভীর হয়ে গেল কেন? আমার কী হয়েছে?
ডাক্তার: আপনার রিপোর্ট দেখে আমি দুঃখিত। মিস মারিয়া, আপনার শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। রিপোর্ট পজেটিভ।
মারিয়া: নাহ এ হতে পারে না ডাক্তার সাহেব! আমার ঘরে ৫০০ স্যানিটাইজার, ২০০ হ্যান্ড ওয়াশ, ১ হাজার প্যাকেট টয়লেট রোল আছে। আমার করোনা হলো কীভাবে?

****

হোম কোয়ারেন্টাইন কাটাচ্ছেন কক্সবাজার

ওসি: হ্যালো, মজনু সাহেব, আপনি কোথায়?
মজনু: জি স্যার, আমি হোম কুয়ারিন্টিনে
ওসি: আপনি ঘরের দরজাটা একটু খুলেন, একটু কথা বলে যাই। আমি আপনার বাসার সামনে।
সাদেক আলী: জ্বি ভাই, দরজার সামনে তো সমুদ্র-সৈকত! মানে...আমি তো ইয়ে...

****

যে গ্রামের কারো করোনা হয়নি!

শিক্ষক: দেশের যে হাল হয়েছে, করোনাভাইরাস একটি গ্রামকেও ছাড়লো না!
পল্টু: কি বলেন স্যার? আমাদের গ্রামে তো একজনও আক্রান্ত হয়নি।
শিক্ষক: এমন গ্রামও আছে না-কি, তোদের গ্রামের নামটা কি শুনি?
পল্টু: আমাদের গ্রাম তো খুবই পপুলার স্যার, কেন আপনি জানেন না?
শিক্ষক: আরে বলবি তো গ্রামের নামটা কি?
পল্টু: কেন স্যার ইন্টাস্টাগ্রাম!

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।