আজকের কৌতুক : মাছি মারার অদ্ভুত হিসাব!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৭ এপ্রিল ২০২১

মাছি মারার অদ্ভুত হিসাব!
শিক্ষক: বলো তো! টেবিলে যদি পাঁচটি মাছি থাকে আর একটি মাছি থাপ্পর দিয়ে মেরে ফেলা হয়, তাহলে টেবিলে আর কয়টি মাছি থাকবে?
ছাত্র: একটি স্যার।
শিক্ষক: কিভাবে?
ছাত্র: সবগুলো উড়ে যাবে, শুধু মরাটিই পড়ে থাকবে।

****

ম্যাডামের কথা শুনলে ঘুম চলে আসে
ম্যাডাম: এই ছেলে, তুমি ক্লাসে ঘুমাচ্ছ কেন?
ছাত্র: ম্যাডাম, আপনার কণ্ঠ এত মিষ্টি, শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি!
ম্যাডাম: তাহলে অন্য স্টুডেন্টরা কেন ঘুমাচ্ছে না?
ছাত্র: কারণ ওরা আমার মত আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না, তাই!

****

ছাত্রের যুক্তিতে অবাক শিক্ষক
কলেজে যুক্তিবিদ্যার ক্লাস চলছে। একপর্যায়ে শিক্ষক এক ছাত্রকে দাঁড় করালেন এবং বললেন-
শিক্ষক: আচ্ছা ধর, তুমি চেয়ারে বসেছো, চেয়ার মাটিতে স্পর্শ করে আছে অর্থাৎ তুমি মাটিতে বসেছো। এ রকম একটি উদাহরণ দাও তো?
ছাত্র: ধরুন স্যার, আপনি মুরগি খেয়েছেন আর মুরগি কেঁচো খেয়েছে। সুতরাং আপনি কেঁচো খেয়েছেন।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।