আজকের জোকস : মেয়েদের নামের আগে মিস থাকে কেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২১ পিএম, ১৪ এপ্রিল ২০২১

মেয়েদের নামের আগে মিস থাকে কেন?
একদিন শ্রেণিকক্ষে এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন শিক্ষক-
শিক্ষক: বলো তো পল্টু, মেয়েদের নামের আগে মিস লাগানো হয় কেন?
পল্টু: এইটা তো অনেক সহজ স্যার!
শিক্ষক: তাহলে বলে ফেল।
পল্টু: মেয়েরা খালি মিস কল দেয়, তাই!

****

সংকেত শেখাতে গিয়ে অবাক!
একদিন কলেজে রসায়ন ক্লাস চলছে-
প্রফেসর: বলো তো বল্টু, বেরিয়ামের সংকেত কী?
বল্টু: বিএ।
প্রফেসর: গুড। এবার বলো তো, সোডিয়ামের সংকেত কী?
বল্টু: এনএ।
প্রফেসর: ভেরি গুড। তাহলে ১ অণু বেরিয়াম ও ২ অণু সোডিয়াম মিলে কী হবে?
বল্টু: বিএএনএএনএ (ব্যানানা)!

****

স্ত্রীর সাজগোজে স্বামীর অনীহা
পহেলা বৈশাখে ভীষণ সেজেগুজে স্বামীর সামনে গিয়ে দাঁড়ালেন স্ত্রী। স্বামীর কাছে জানতে চাইলেন-
স্ত্রী: এই, দেখো তো।
স্বামী: কী দেখবো?
স্ত্রী: আমাকে কেমন দেখাচ্ছে?
স্বামী: মোটামুটি কম খারাপ না!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।