আজকের জোকস : চিকিৎসক-রোগীর মজার কাহিনি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১

কাহিনি- এক
নতুন ইন্টার্ন চিকিৎসক হলেন রাজ। এক রোগী এসে তার রোগের বর্ণনা দিয়ে বললেন-
রোগী: ডাক্তার সাহেব, আমার কী হয়েছে?
রাজ: এ রকম রোগ কি আগেও আপনার হয়েছিল?
রোগী: জ্বি স্যার, জানুয়ারিতেও এমন হয়েছিল।
রাজ: বুঝতে পেরেছি, আপনার জানুয়ারিতে যেটা হয়েছিল; সেটাই আবার হয়েছে।

****

কাহিনি- দুই
আমান গেলেন চিকিৎসকের কাছে। সব শুনে চিকিৎসক বললেন-
চিকিৎসক: আমান সাহেব, একটি কথা মনে রাখবেন।
আমান: কী কথা?
চিকিৎসক: সুস্থ থাকতে হলে রাতে টেনশন নিয়ে ঘুমাতে যাবেন না, প্লিজ।
আমান: তাহলে কী বাপের বাড়ি পাঠিয়ে দেব?

****

কাহিনি- তিন
এক বৃদ্ধ চিকিৎসকের কাছে গিয়ে বললেন, ‘ডাক্তার সাহেব, আমার শরীর খুব খারাপ!’ শুনে ডাক্তার তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন।
তারপর প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বললেন, ‘একটা সবুজ ক্যাপসুল আছে, সকালে উঠে সেটা এক মগ পানি দিয়ে গিলে ফেলবেন। হলুদ রঙের একটা আছে, সেটা খাবেন দুপুরের খাবারের পর। অবশ্যই সঙ্গে এক মগ পানি। আর লাল রঙেরটাও এক মগ পানি দিয়ে খাবেন রাতের বেলা।’
বৃদ্ধ জিজ্ঞেস করলেন, ‘কিন্তু আমার সমস্যাটা কী?’
ডাক্তার বললেন, ‘আপনি পানি কম খান।’

এসইউ/এএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।