আজকের কৌতুক : উচ্চাঙ্গ সংগীত চোখ বন্ধ করে গায় কেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৫ জানুয়ারি ২০২১

উচ্চাঙ্গ সংগীত চোখ বন্ধ করে গায় কেন?
এক কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী একবার শাহিনকে জিজ্ঞাসা করেছিলেন-
শিল্পী: আচ্ছা বলো তো, উচ্চাঙ্গ সংগীত যারা গায়; তারা চোখ বন্ধ করে গায় কেন?
শাহিন: আসলে ওনারা দর্শক-শ্রোতাদের কষ্টটা সহ্য করতে পারেন না। তাই কষ্টে তাদের চোখ বন্ধ হয়ে যায়।

****

হাতখরচ দ্বিগুণ করার কৌশল
বাবা: তুমি যদি ওই বাজে মেয়েটার সঙ্গে মেলামেশা বন্ধ না করো, তাহলে আমি তোমার হাতখরচ বন্ধ করে দেব।
বিপ্লব: আর তুমি যদি আমার হাতখরচ দ্বিগুণ না করে দাও, তাহলে আমি ওই বাজে মেয়েটাকেই তোমার ঘরের বউ করে আনব।

****

দোকানের নাম দরকার কী?
দোকানদার ও ভদ্রলোকের মধ্যে কথোপকথন-
ভদ্রলোক: আপনার দোকানের নাম কী?
দোকানদার: দরকার কী?
ভদ্রলোক: এমনি। নামটা কী বলবেন?
দোকানদার: বললাম তো দরকার কী?
ভদ্রলোক: আপনি তো ফাজিল লোক একটা।
দোকানদার: আরে ভাই চেতেন কেন? আমার দোকানের নামই তো ‘দরকার কী’।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।