আজকের জোকস : স্বামী-স্ত্রীর বিচ্ছেদে করণীয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ২২ ডিসেম্বর ২০২০

স্বামী-স্ত্রীর বিচ্ছেদে করণীয়
স্বামী-স্ত্রীর বনিবনা হচ্ছে না অনেকদিন ধরে। ফলে বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া চলছে আদালতে। সেখানে তাদের শিশু বালককে প্রশ্ন করা হলো-
আদালত: তুমি কার সঙ্গে থাকতে চাও- বাবার সঙ্গে, না কি মায়ের সঙ্গে?
বালক: তার সঙ্গে থাকবো, যার ভাগে কম্পিউটার পড়বে।

****

স্ত্রী হারিয়ে গেলে কী করবেন?
স্ত্রী: আমি হারিয়ে গেলে তুমি কী করবে?
স্বামী: এমন কিছু করবো, যা দেখে তুমি অবাক হবে।
স্ত্রী: কী করবে, সেটা আগে বলো।
স্বামী: কাগজে বিজ্ঞাপন দেবো!
স্ত্রী: বিজ্ঞাপনে কী লিখবে?
স্বামী: আমার স্ত্রী হারিয়ে গেছে। তাকে যে খুঁজে পাবে, সে তার হয়ে যাবে!

****

স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার ধরন
এক ভদ্রলোক টেলিফোন বুথের সামনে দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছেন। বুথের ভেতরে লালু ফোনটা কানে লাগিয়ে রেখেছে, কোনো কথা বলছে না। অধৈর্য হয়ে ওই ব্যক্তি শেষপর্যন্ত বলেই ফেললেন-
ভদ্রলোক: আরে ভাই, কী হলো? এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কোনো কথাই বলছেন না, বিলও উঠছে, আর আমরাও লাইনে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছি! কেসটা কী?
লালু: আরে ভাই, আমি আমার বউয়ের সঙ্গে কথা বলছি!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।