আজকের কৌতুক : মরার পরে যাদের নাম রাখা হয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২০

মরার পরে যাদের নাম রাখা হয়
একটি মুরগির বাচ্চা লাফাতে লাফাতে এসে মাকে জিজ্ঞাসা করল-
বাচ্চা: মা, মানুষের জন্ম হলে তাদের বাবা-মায়েরা কত নাম রাখে। কিন্তু আমাদের নাম নেই কেন?
মুরগি: আমাদেরও নাম রাখা হয় বাবা, তবে মরার পর।
বাচ্চা: কী নাম রাখা হয়?
মুরগি: চিকেন টিক্কা, চিকেন কাবাব, চিকেন পাকোড়া, চিকেন পক্স, চিকেন কোরমা, চিকেন তন্দুরি ইত্যাদি! আর যে মুরগি মানুষে মারার আগে নিজে নিজে মরে যায়, তার নাম দেয় মরা মুরগি।

****

পাথর চিবোতে পারেন না?
শাশুড়ি: তোমার দু’টো চোখ আছে কী করতে?
বউ: কেন মা?
শাশুড়ি: চাল থেকে দু’টো পাথর বাছতে পার না?
বউ: পারি তো, কিন্তু কী হয়েছে বলেন?
শাশুড়ি: রোজ খেতে বসে একই জিনিস দাঁতে লাগে।
বউ: আপনার বত্রিশটা দাঁত আছে কী করতে? দু’টো পাথর চিবোতে পারেন না?

****

দুই চাকার জন্য পার্কিং
পিসলু একদিন নিজের অটোরিকশায় করে প্রেমিকা পলিকে নিয়ে শপিং মলে ঘুরতে গেছে। পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে পিসলু অটোর একটা চাকা খুলতে শুরু করল-
পলি: অটোর চাকা খুলছ কেন?
পিসলু: দেখতে পাচ্ছ না, এখানে লেখা আছে- দুই চাকার জন্য পার্কিং!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।