আজকের কৌতুক : চোরকে পুলিশে না দেওয়ার কারণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৮ নভেম্বর ২০২০

চোরকে পুলিশে না দেওয়ার কারণ
রাফি: কাল রাতে ঘরে চোর এসেছিল।
শাফি: বলিস কী! তারপর?
রাফি: ঘুম ভেঙে গেলে তাকে জিজ্ঞেস করলাম, সে কী করছে? বলল, টাকা-পয়সা খুঁজছে।
শাফি: তুই চোরটাকে ধরে পুলিশে দিস নাই?
রাফি: না।
শাফি: তাহলে কী করলি?
রাফি: আমিও তার সাথে টাকা-পয়সা খুঁজতে শুরু করছিলাম।

****

বন্দুক দেখিয়ে চুরি
উকিল: আচ্ছা, আপনি ওই লোকের ঘড়ি চুরি করলেন কেন?
মক্কেল: না! আমি তো চুরি করিনি। তিনিই আমাকে ঘড়িটি দিয়েছেন।
উকিল: কী বলছেন! তিনি কখন আপনাকে ঘড়িটি দিলেন?
মক্কেল: কেন? আমি যখন আমার বন্দুকটি দেখালাম!

****

পুরস্কারের টাকায় ড্রাইভিং লাইসেন্স
ভোরবেলা রাস্তায় গাড়ি থামিয়েছে এক পুলিশ অফিসার-
পুলিশ: আপনি জানেন আজ নিরাপত্তা দিবস?
চালক: জানি স্যার। কিন্তু কেন?
পুলিশ: আপনি দিনের প্রথম সিটবেল্ট পরিধানকারী হিসেবে ১০ হাজার টাকা পুরস্কার পেতে যাচ্ছেন।
চালক: তাই না কি স্যার?
পুলিশ: হুম, এবার বলুন, এই টাকা দিয়ে কী করবেন?
চালক: এই টাকা দিয়ে ড্রাইভিং টেস্ট দিয়ে সত্যিকারের একটা লাইসেন্স নেব।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।