আজকের জোকস : মাছ রান্না করলে ধুতে হয় কেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ এএম, ২২ নভেম্বর ২০২০

মাছ রান্না করলে ধুতে হয় কেন?
একদিন এক বাসায় বাবুর্চি রান্না করছিল। গৃহকর্ত্রী ধমকে উঠলেন-
গৃহকর্ত্রী: এ কী, তুমি না ধুয়েই মাছ রান্না করছ!
বাবুর্চি: মাছ তো সারাজীবন জলেই ছিল মেমসাহেব। ওটা আবার ধোয়ার কী দরকার।

****

শীতের ছুটিতে গাধার বিচরণ
শীতের ছুটিতে বাংলাদেশে বেড়াতে এসেছেন এক বিদেশি। তার গাইড হিসেবে দায়িত্ব পালন করছে রফিক।
বিদেশি: তোমাদের এলাকাটা ভালোই। তবে আশেপাশে মানুষ যা দেখছি, সবাই গাধা প্রকৃতির।
রফিক: সমস্যা নেই। ছুটি ফুরালেই গাধাগুলো সব ফিরে যাবে!

****

ক্রিকেট কোচের নাজুক অবস্থা
নেটে অনুশীলনের সময় ব্যাটসম্যানরা কেউই ব্যাটে বল লাগাতে পারছিলেন না। কোচ রেগে গিয়ে ব্যাটসম্যানের হাত থেকে ব্যাট কেড়ে নিলো-
কোচ: এবার আমাকে বল করো, আমি দেখাচ্ছি।

পরপর ছয়টি বল খেলে কোচ একটি বলও ব্যাটে লাগাতে পারলেন না। তারপর এদিক-ওদিক তাকিয়ে ঝাঁঝের সঙ্গে বললেন-
কোচ: হ্যাঁ, আমি দেখলাম, তোমরা ঠিক এভাবেই খেলছিলে! এখন যাও, ঠিকমতো খেলো!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।